
বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নতুন খাসেরহাট এলাকায় চলছে বালুর অবৈধ ড্রেজার কার্যক্রম। দিনের পর দিন এভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন চললেও এর বিরুদ্ধে প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, বালুর এই অবৈধ ড্রেজার কার্যক্রমের কারণে নদীর তীর ভাঙন মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। কৃষিজমি ও বসতবাড়ি হারানোর শঙ্কায় এলাকাবাসী দিশেহারা। এভাবে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন চলতে থাকলে কয়েক বছরের মধ্যে নতুন খাসেরহাট এলাকার মানচিত্র বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের নাকের ডগায় থেকেও এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে করে সরকারি সম্পদ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পরিবেশও মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রশাসনের প্রতি অনুরোধ, জনগণের স্বার্থে অবিলম্বে নতুন খাসেরহাট এলাকায় চলমান অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।


























