আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা, ১৫ জুলাই ২০২৫:
ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আইইবিএ) প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আল মামুন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. বের্ন্ড স্প্যানিয়ারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশানে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কূটনীতি জোরদারে ইথনোস্পোর্টের সম্ভাবনা ও কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। ইথনোস্পোর্ট হলো ঐতিহ্যবাহী খেলাধুলাভিত্তিক প্ল্যাটফর্ম, যা সংস্কৃতি সংরক্ষণ ও বৈশ্বিক ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাক্ষাৎকালে মো. আল মামুন বাংলাদেশে ইথনোস্পোর্ট প্রসারে আইইবিএ-এর গৃহীত বিভিন্ন উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক ইথনোস্পোর্ট মানচিত্রে আরও দৃশ্যমান করার প্রত্যয় ব্যক্ত করেন।
ড. স্প্যানিয়ার আইইবিএ-এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ক্রীড়ার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ে সংগঠনটির অবদানকে স্বীকৃতি দেন। তিনি বলেন, "বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রীড়া কূটনীতি জোরদারে এ সাক্ষাৎ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ উদ্যোগ, সাংস্কৃতিক বিনিময় এবং ইথনোস্পোর্টভিত্তিক অনুষ্ঠানের আয়োজনে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি আগ্রহও জ্ঞাপন করেন।