
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা | ঢাকা
মহান বিজয় দিবস উপলক্ষে “বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়—যেখানে শোষণের পরিবর্তে থাকবে ইনসাফ, জুলুমের পরিবর্তে ন্যায়বিচার এবং দুর্নীতির পরিবর্তে জবাবদিহিতা।
তিনি আরও বলেন, “ইসলাম যদি আসে সুবিচার হবে, ইসলাম যদি না আসে সুবিচার হবে না।”
দেশে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার ফিরে আসতে চায়, তাদের আর জায়গা দেওয়া যাবে না। সম্প্রতি ঢাকা-৮ আসনে ওসমান হাদীকে গুলি করার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো ব্যক্তির ওপর নয়, বরং বাংলাদেশের হৃদয়ে আঘাত। দেশের নির্বাচন ব্যবস্থা ও সরকার ব্যবস্থা ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য সবাইকে সতর্ক ও পাহারায় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ ও জাতির উন্নয়নে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে দুর্নীতি ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না এবং জনগণের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম। তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করেছে। তাঁর দাবি, জনগণ ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী সংসদ জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে উঠবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসেন, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল, বসুন্ধরা থানার আমীর এডভোকেট আব্দুর রাজ্জাক মণ্ডল, কেরাণীগঞ্জ দক্ষিণ থানার আমীর মো. ইলিয়াস, কেরাণীগঞ্জ মডেল পূর্ব থানার আমীর ডা. এমাদুল ইসলাম, কেরাণীগঞ্জ মডেল থানার আমীর আব্দুর মজুমদার, ঢাকা জেলা সদস্য এডভোকেট মীর আতাউর রহমানসহ তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর হানিফ ও অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।













