উজিরপুর প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে নুরুজ্জামানের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত নুরুজ্জামান খান বাদী হয়ে অভিযুক্ত চান মিয়া হাওলাদার ও লাল মিয়া হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আহতের পরিবার।