এডভোকেট এম হেলাল উদ্দিন,
বরিশাল -৪ মেহেন্দিগন্জ, হিজলা উপজেলায় অপ্রতিরোধ্য জন নন্দিত জাতীয়তাবাদী আদর্শের সৈনিক।
দীর্ঘ বছরগুলোতে মেহেন্দিগন্জ,হিজলা উপজেলায় জনগণের সুখদুঃখে বিরাজমান একজন শহীদ জিয়াউর রহমানের আদর্শিক কর্মী!
মানবতার ফাউন্ডেশন এর ব্যানারে প্রয়োজনে অপ্রয়োজনীয় সময় নদীর বাঁকে বাঁকে অসহায় কৃষক শ্রমিক মেহনতী মানুষ এই নেতাকে পাশে পেয়েছেন।
নদী ভাঙ্গন প্রতিরোধ সহ নানাবিধ জনগুরুত্বপূর্ণ কাজে জনগনের পাশে এই মানবিক নেতা সর্বদা নিজেক উজাড় করে দিয়েছেন।
আগামী সংসদ নির্বাচনে এডভোকেট এম হেলাল উদ্দিন বরিশাল -৪ অঞ্চলের জনগণের দোয়া ও সহযোগিতা চান।
জনগনের পাশে আরও নিবেদিত হয়ে কাজ করে দোয়াশো নিতে চান।