বুকের ভেতর শক্ত পাহাড়, নামটি শুধু "বাবা",
জীবনের সব কষ্ট ছেয়ে, দেন তিনি ভালোবাসা।
নামাজ শেষে যখন হাত তুলি, করি একটাই দোয়া,
হে আল্লাহ, রাখো বাবা আমার, দুনিয়া-আখিরাতে ছায়া।
চোখের কোণে স্বপ্ন নিয়ে, চলেন তিনি নীরবে,
নিজে পুড়ে আলোক জ্বালান, সন্তানেরই তরে।
রোদের ভেতর ভিজে যান তিনি,
আমার মাথায় মেলে দেন ছায়া নিরবধি।
তিনিই তো প্রথম ইমাম, আমার জীবনের নামাজে,
তার দেখানো পথে চলতে, পাই শান্তি সর্বকাজে।
বুকের মাঝে আল্লাহ ভরসা, হাতে মেহনতের দাগ,
সে হাত যেন জান্নাতে রাখে, হে আল্লাহ, তুমিই দাও ভাগ্য।
না বলা সেই ভালোবাসা, চোখে মুখে লেখা,
বাবার মতো নির্ভরতা, পৃথিবীতে আর কোথা?
কত রাত না খেয়ে থেকেছেন, সন্তানের মুখে হাসি,
এই ত্যাগের হিসাব শুধু, জানেন একমাত্র আল্লাহই।
আজও যখন সিজদায় যাই,
বাবার নামেই প্রথম চাই।
হে রব, তার কদম যেন হয় জান্নাতের পথে,
আমার বাবাই যে আমার রুহ, আমার ঈমানের অংশে।