
কাপ্তাই উপজেলার রাইখালীতে অস্ত্রধারীর গুলিতে আব্দুল হাকিম (২৬) ঘটনাস্থলে মৃত্যু
রবিউল হোসেন চৌধুরী রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ফুলতলি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে মৃত্যু হয়। আব্দুল হাকিম রাইখালী ইউনিয়ন এর খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। রবিবার (১৫ জুন) সকাল ১১ টা ৪০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। কে বা কারা, কেন এই ঘটনা ঘটালো তিনি জানেন না বলে আমাদের প্রতিনিধি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১টার পর ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান আমাদের প্রতিনিধি কে জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাইনি। কে বা কারা, কেন এই ঘটনা ঘটালো তাও জানতে পারছি না।