
কালিন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
গত ১০ অক্টোবর, রোজ শুক্রবার বিকেল ৪টায়, কেরানীগন্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল হক লিটন । এসময় তাঁর সঙ্গে উপস্থিত থেকে উদ্বোধনী ফিতা কাটেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাবেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ দেলোয়ার, ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ নুর আলম, সহসভাপতি মোঃ সাঈদ, প্রচার সম্পাদক আকবর হোসেন, সদস্য মোঃ মিজান, মোঃ মাসুদ তালুকদার ও মোঃ আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই অফিস হবে দলীয় কার্যক্রম পরিচালনা ও স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করার কেন্দ্রবিন্দু। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।




















