
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
কেরাণীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে কেরাণীগঞ্জে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (১৮সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে মান্দাইল শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এছাড়া থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিলীপ সরকার এবং সঞ্চালনা করেন বিশ্বজিত সরকার।
এ সময়ে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সকল ধর্মের মানুষ এ আনন্দ ভাগাভাগি করে নেন। বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য বিদ্যমান, বিএনপি সবসময় সেই সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
উপহার বিতরণকালে স্থানীয় শতাধিক সনাতন ধর্মীয় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়। উপহার গ্রহণ করে উপস্থিত লোকজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমন আয়োজন স্থানীয় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের মাঝে আনন্দের বার্তা বয়ে এনেছে বলে জানান অংশগ্রহণকারীরা।
কেরাণীগঞ্জের মান্দাইল শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।




















