আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরাণীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে কেরাণীগঞ্জ মডেল থানার গদারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. আব্দুল করিম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হাকিমপুর ক্লাবপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন, নগদ ৪০ হাজার ৫০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল করিম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তিনি রাজধানীসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
র্যাব-১০ বলেন,“মাদক সমাজের এক ভয়াবহ ব্যাধি। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।