কেরানীগঞ্জ প্রতিনিধি:-
কেরানীগঞ্জের “রক্ত যোদ্ধা” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা প্রতিষ্ঠার পর থেকেই সমাজের উন্নয়নমূলক কাজে নিরলসভাবে কাজ করে আসছে। মানবতার সেবাকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে সংগঠনটি ইতোমধ্যেই অসংখ্য কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
সংগঠনের সদস্যরা বিনামূল্যে রক্তদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মতো বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। এছাড়াও, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন, অসহায় রোগীদের জন্য চিকিৎসা সেবা, এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে অনুদান প্রদান করে সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব শফিকুল ইসলাম শফিক জানান, “আমাদের ‘রক্ত যোদ্ধা’ সংগঠন মানবতার সেবায় সর্বদা নিবেদিত। আমাদের স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা শুধু রক্তদান নয়, বরং সমাজের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে সংগঠনটি বিভিন্ন স্কুল-কলেজে সাধারণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করবে। তরুণ প্রজন্মকে সমাজের ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
জনাব শফিকের ভাষায়, “আমরা চাই, শুধু রক্তদান নয়—মানবতার প্রতিটি ক্ষেত্রেই কাজ করতে। আমাদের স্বেচ্ছাসেবীরা যে উৎসাহ ও আন্তরিকতা নিয়ে কাজ করছে, তাতে আমি বিশ্বাস করি, আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর, সেবামুখী বাংলাদেশ রেখে যেতে পারব।”
মানবতার সেবায় নিয়োজিত কেরানীগঞ্জের রক্ত যোদ্ধা আজ সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। তাদের কর্মপ্রচেষ্টা প্রমাণ করে, স্বপ্ন যদি হয় মানবকল্যাণের, তবে সেটিকে বাস্তবে রূপ দেওয়া অসম্ভব নয়।