
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বুধবার দুপুরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সহযোগিতায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম চালানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক। পরিদর্শনকালে নির্বাচনী বিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়। একই সঙ্গে আইন অমান্যকারীদের সতর্ক করে দেওয়া হয়।
ইউএনও ওমর ফারুক বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নির্বাচনী আইন ভঙ্গের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।













