
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ–বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, জিআইএস বিশেষজ্ঞ মো. কামরান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম ও সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান।
এ ছাড়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, এনসিপি নেতা মো. জাবেদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় কেরানীগঞ্জের চারপাশের উপজেলা ও জাতীয় মহাসড়কের সঙ্গে গ্রামীণ সড়কের কার্যকর সংযোগ স্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও আধুনিকায়নের সম্ভাব্য কৌশল নিয়েও মতবিনিময় করেন।














