
আসিফ চৌধুরী বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে চৌকস ডিবি টিম শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন নরন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. কুদ্দুস (৪১) , পিতা- মৃত মোজাফ্ফর @ বাদশা, সাং- কাজীরচর, মুলাদী, বরিশাল; বর্তমান সাং- চুনকুটিয়া বেবী স্ট্যান্ড, দক্ষিণ কেরানীগঞ্জ, মো. সোহরাব খা( ৪৬), পিতা- মৃত নূর ইসলাম, সাং- রাড়ী কান্দি, সখিপুর, শরীয়তপুর; বর্তমান সাং- লালবাগ, ঢাকা, মোঃ মনির হোসেন (৩৮) পিতা- মৃত কটন সিকদার, সাং- উত্তর কেবল নগর, জাজিরা, শরীয়তপুর; বর্তমান সাং- চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ, মো. রফিক (৪২)পিতা- মৃত মহসিন, সাং- চুনকুটিয়া বেগুনবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, মো. জলিল মোল্লা (৪৫) পিতা- ছাহের মোল্লা, সাং- চুনকুটিয়া হিজলতলা, দক্ষিণ কেরানীগঞ্জ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—১টি ইলেকট্রিক শকার,১টি সুইচ গিয়ার, ২টি টর্চলাইট, ৩টি মোবাইল ফোন, ২টি কাঠের লাঠি।
কুদ্দুসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইন, দ্রুত বিচার আইন ও ডাকাতি মামলাসহ মোট ৬ টি মামলা রয়েছে, সোহরাব খাঁর বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় অপহরণ, ডাকাতি ও মাদক মামলাসহ ৩টি, মনির হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর ও কেরানীগঞ্জ থানায় ডাকাতি ও মাদক মামলাসহ ৩টি, রফিকের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-২৬, তাং-১৭/০৮/২০২৫ ইং, ধারা-১৭০/৩৯৯/৪০২ পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো: আসিফ চৌধুরী
১৭.০৮.২০২৫