প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১২:৫১ এ.এম
কেরানীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি: মেহেন্দিগঞ্জের মান্না মাহমুদ মিয়াজীর বাসায় সর্বস্ব লুট
ঢাকা প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী সংলগ্ন মডেল টাউন এ ব্লক এক নম্বর রোডের মতি হাজির বাড়ি মক্কা মদিনা ভিলার ষষ্ঠ তলায় গতরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা যায়, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মান্না মাহমুদ মিয়াজী তার পরিবার নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করেন। পারিবারিক কারণে তিনি নিজ এলাকা মেহেন্দিগঞ্জে বেড়াতে গেলে ওই সময়েই ডাকাত দল বেলকুনির জানালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা বাসার আলমারি ও ড্রয়ার তছনছ করে তিনটি মোবাইল ফোন, একটি সেলাই মেশিন, কিছু স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনায় পুরো বাসাটি এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
বাসার মালিক মান্না মাহমুদ মিয়াজীকে সকালে ফোনে ডাকাতির ঘটনা বললে তাৎক্ষণিক লঞ্চ যোগে বিকেলে কেরানীগঞ্জে ফিরে এসে দেখেন, বাসার দরজা ভিতর থেকে লাগানো ছিল। এতে ডাকাত দলের পরিকল্পিত কর্মকাণ্ডের প্রমাণ মেলে।
ঘটনার পর কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, দ্রুত ডাকাত দলের সন্ধান বের করে তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত