
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
কেরানীগঞ্জ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওমর ফারুক। আজ ৩০ নভেম্বর ২০২৫, বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়।
দায়িত্ব গ্রহণের সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী ইউএনও রিনাত ফৌজিয়া। তিনি ওমর ফারুকের হাতে ফুল তুলে দেন এবং প্রয়োজনীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তর শেষে রিনাত ফৌজিয়া বলেন, ‘কেরানীগঞ্জের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। নতুন ইউএনওর সফল কর্মজীবন কামনা করছি।’
দায়িত্ব গ্রহণের পর ওমর ফারুক বলেন, কেরানীগঞ্জের সেবা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করবেন।
আজ থেকেই তিনি কেরানীগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।













