আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এক বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই বিজয়ের দিনটি শুধু আজকের না, এটি আগামী দিনের বিজয়ের সূচনা মাত্র। ১৭ বছর ধরে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। নতুন প্রজন্ম ব্যালট দেখেনি, ভোট দিতে যায়নি। যতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।
বিজয় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, মোকাররম হোসেন সাজ্জাদ, পাভেল মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
বিজয় মিছিলটি চুনকুটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।