
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
প্রয়াত মহিউদ্দিনের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অবদান এবং এলাকার মানুষের প্রতি ভালোবাসার কথা স্মরণ করে বক্তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ শরীফ মোঃ মহিউদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি গ্রামে তার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফিরোজ মিয়া,ওয়ালী উল্লাহ সেলিম, আলমগীর খান, নাদিয়া শরীফ লিজা, গাজী বিল্লাল, আয়নাল হক, করম আলী, সোহেল আহমেদ ডালিম, জাহাঙ্গীর আলম শিমুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রয়াত মহিউদ্দিনের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অবদান এবং এলাকার মানুষের প্রতি ভালোবাসার কথা স্মরণ করে বক্তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।