
কেরানীগঞ্জে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেফতার :
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জে বিদেশি রিভলবারসহ দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মডেল থানা পুলিশের একটি টিম শাক্তা ইউনিয়নের হিজলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এসময় দুই যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশ গাজী (৩০), পিতা- রহমান গাজী, মাতা- মুক্তা বেগম, সাং-কাশেমাবাদ, ইউনিয়ন শাক্তা।
সাব্বির (২২), পিতা- মোঃ শাফি, মাতা- ডলি আক্তার, সাং-শহিদ নগর, বাঁশপট্টি, ইউনিয়ন তারানগর।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-১৯, তারিখ-১০/০৯/২০২৫, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন-১৯এ) দায়ের করা হয়েছে।
মোঃ আসিফ চৌধুরী
১০:০৯:২০২৫