আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
অভিযানের সময় আসামি জ্যোতি খাতুনের শরীরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি ব্যাগে রাখা ৩৭ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা।
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে আনুমানিক এক কোটি টাকার বেশি মূল্যের ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ধলেশ্বরী টোল প্লাজার কাছে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন আজ মঙ্গলবার (১৫ জুলাই) র্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে আসা নিউ বলেশ্বর নামক একটি এসি বাসে বিপুল পরিমাণ ইয়াবা কেরানীগঞ্জ হয়ে মাওয়ার দিকে নেওয়া হচ্ছে। পরে ভোর ৬টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে বাসটিকে থামানো হয়। এ সময় আনুমানিক ১ কোটি ১১ লাখ ২১ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা এবং ছয়টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো– খুলনার দৌলতপুরের জ্যোতি খাতুন (২৫) ও তার স্বামী রানা বেগ (৩৫), বরিশালের বানারিপাড়ার মো. সোহেল মোল্লা (৩৩) এবং পিরোজপুরের ভাণ্ডারিয়ার শান্তা ইসলাম (২৫)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে। অভিযানের সময় আসামি জ্যোতি খাতুনের শরীরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি ব্যাগে রাখা ৩৭ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।