
কেরানীগঞ্জে শিশু ও যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি ঘটনায় এক অজ্ঞাত যুবক ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঝিলমিল আবাসিক এলাকা থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। বসে থাকা অবস্থায় তিনি দেয়ালের রডে ঝুলছিলেন এবং কানে রক্ত ঝরছিল। স্থানীয়দের ধারণা, তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশের সুরতহালে আঘাতের চিহ্ন না পাওয়া এবং প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে।
অপরদিকে, দুপুরে আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশু ইব্রাহিমের (২) মরদেহ উদ্ধার করা হয়। সকাল থেকে নিখোঁজ থাকায় পরিবারের খোঁজাখুঁজির পর ট্যাংকের পাশে তাঁর জুতা পাওয়া গেলে মরদেহ উদ্ধার হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, ট্যাংকটি দীর্ঘদিন খোলা থাকলেও মালিক ব্যবস্থা নেননি। পুলিশ বলছে, শিশুটি খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে যেতে পারে, তবে এলাকাবাসীর সন্দেহ—এটি হত্যাকাণ্ডও হতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন জানান, দুটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।