আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মিকাইল এলাকার আশা মডেল সোসাইটি মাঠে আগামী শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঢাকা বিভাগের ইজতেমা। আয়োজকদের হিসেবে, ইজতেমায় ঢাকা ছাড়াও ঢাকা বিভাগের মোট ১১ জেলার তাবলিগ জামাত বাংলাদেশ—মাওলানা সাদ অনুসারী সাথীরা অংশ নেবেন।
ইতোমধ্যে বিপুলসংখ্যক বিদেশি মেহমান ও শরিকরা ইজতেমা মাঠে পৌঁছেছেন। ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিরাও এ ইজতেমায় বয়ান করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকেরা জানান, এবার প্রায় দুই লক্ষাধিক মুসল্লির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে জুমার নামাজে প্রচুর মুসল্লির সমাগম হবে বলেও তাঁরা ধারণা করছেন।
জাতীয় নির্বাচনের কারণে এ বছর নিয়মিত সময়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা আয়োজন সম্ভব হয়নি। নির্বাচন–পরবর্তী সময়ে রমজান ও বর্ষা মৌসুম থাকায় প্রচলিত ডিসেম্বর–জানুয়ারি সময়সূচিতে বড় ইজতেমা আয়োজন করা যায়নি। ফলে সাথীদের বঞ্চিত না করতে বিভাগীয় পর্যায়ে সংক্ষিপ্ত ইজতেমার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, জাতীয় নির্বাচন শেষে আবারও নিয়মিত সময়সূচি অনুযায়ী বড় ইজতেমা আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।