আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জিনজিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. রমজান আলী (৪৭)–কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত বন্দ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, রমজান আলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ‘জুলাই বিপ্লবে’ ছাত্র হত্যার ঘটনাসংক্রান্ত একটি মামলাও অন্তর্ভুক্ত। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, “গ্রেফতারকৃত রমজান আলীর বিরুদ্ধে আমাদের কাছে একাধিক সন্ত্রাসবিরোধী মামলার তথ্য-উপাত্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।