আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাকিব (১৪) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ পিতা আজহারুলের বিরুদ্ধে। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে চুনকুটিয়া বউবাজার এলাকার মোশারফ মিয়ার বাড়ির একটি তালাবদ্ধ ঘর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিব সাতক্ষীরার ফিরিঙ্গি থানার গাভা গ্রামের খাইরুল সরদারের ছেলে। সে মায়ের সঙ্গে কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।
রাকিবের মা তফুরা খাতুন জানান, প্রথম স্বামী খাইরুল সরদারের সঙ্গে সংসার ভাঙনের পর তিনি আজহারুলকে বিয়ে করেন। কিন্তু সংসারে শান্তি না থাকায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শেষ পর্যন্ত তিনি আজহারুলকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে আজহারুল দুদিন আগে রাস্তা থেকে রাকিবকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।
“মুক্তিপণের টাকা দিতে না পারায় আজ সকালে আজহারুল ফোন করে জানায়, আমার ছেলের মরদেহ তার ভাড়া বাসার ঘরের ভেতর আছে। পরে গিয়ে দেখি তালাবদ্ধ ঘরের ভেতর রাকিবের মরদেহ পড়ে আছে,” বলেন শোকাহত তফুরা খাতুন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আকতার হোসেন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত রাকিবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘাতক আজহারুল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত আছে,”
মোঃ আসিফ চৌধুরী
১৬:০৮:২৫