ঢাকা প্রতিনিধি:-
খাড়েরা মোহাম্মদীয় উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ, সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর রমনা পার্ক এন্ড রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি খাড়েরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এসোসিয়েশনে স্কুলের সূচনালগ্ন থেকে সকল সিনিয়রসহ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অন্তর্ভুক্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন,
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,
চলমান সমস্যা সমাধানে কমিটি ও শিক্ষকদের সাথে বৈঠক,
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে সহযোগিতা প্রদান।
সভায় বক্তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র বিদ্যালয়ের উন্নয়নকে কেন্দ্র করে একসাথে কাজ করার আহ্বান জানান।