, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাস্তুহারা দলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হিজলায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত  মেহেন্দিগঞ্জে খালেদা জিয়ার শোক সভায় রাজিব আহসান নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব আনন্দঘন পিকনিকে মুখর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নিপুন রায় চৌধুরী গ্যাসের দামে কারসাজি সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে মোবাইল কোর্ট, জরিমানা ৩২ হাজার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির সৌজন্য সাক্ষাৎ চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমানের আবেগঘন ঘোষণা: ‘আমার মা, গণতন্ত্রের মা আর নেই’

গ্যাসের দামে কারসাজি সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে মোবাইল কোর্ট, জরিমানা ৩২ হাজার

  • প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে

 

 

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :

 

এলপিজি গ্যাসের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের পর টানা অভিযোগের প্রেক্ষাপটে শনিবার (৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে এলপিজি গ্যাসে অনিয়মের দায়ে পাঁচটি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ২ ডিসেম্বর কালবেলা পত্রিকায় কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির চিত্র উঠে আসে। ওই সংবাদ প্রকাশের পর সাধারণ ভোক্তা ও বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসে।

অভিযোগ যাচাইয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, একাধিক বিক্রেতা সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করছেন। কিছু এলাকায় কৃত্রিম সংকট দেখিয়ে গোপনে বেশি দামে গ্যাস সরবরাহের প্রমাণও পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের দায়ে পাঁচজন বিক্রেতার বিরুদ্ধে মামলা করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি আরও কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন,

“এলপিজি গ্যাস মজুত বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাস্তুহারা দলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

গ্যাসের দামে কারসাজি সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে মোবাইল কোর্ট, জরিমানা ৩২ হাজার

প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

 

 

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :

 

এলপিজি গ্যাসের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের পর টানা অভিযোগের প্রেক্ষাপটে শনিবার (৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে এলপিজি গ্যাসে অনিয়মের দায়ে পাঁচটি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ২ ডিসেম্বর কালবেলা পত্রিকায় কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির চিত্র উঠে আসে। ওই সংবাদ প্রকাশের পর সাধারণ ভোক্তা ও বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসে।

অভিযোগ যাচাইয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, একাধিক বিক্রেতা সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করছেন। কিছু এলাকায় কৃত্রিম সংকট দেখিয়ে গোপনে বেশি দামে গ্যাস সরবরাহের প্রমাণও পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের দায়ে পাঁচজন বিক্রেতার বিরুদ্ধে মামলা করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি আরও কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন,

“এলপিজি গ্যাস মজুত বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।