
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-
১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার।
১১ নং চাঁনপুর রহমানিয়া ইসলামী কওমী ও লিল্লাহ্ বোর্ডিং কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ এশা মাহফিলস্থলে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। স্থানীয় আলেম-উলামা, শিক্ষার্থী, অভিভাবকসহ আশপাশের ইউনিয়ন থেকেও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাটের মানবিক নেতা ও বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহকারী এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। তাঁর আগমনে পুরো মাহফিল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন,
“ধর্মীয় শিক্ষা একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। কওমী মাদ্রাসাগুলো শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং মূল্যবোধসম্পন্ন ঈমানদার প্রজন্ম গড়ে তুলছে। আমি সর্বদা ধর্মীয় শিক্ষার পক্ষে এবং যেকোনো সহযোগিতা ও উন্নয়নমূলক কাজের সঙ্গে থাকবো।”
তিনি আরও বলেন,
“আজকের এই মাহফিলে আসতে পেরে আমি গর্বিত। মানুষের মন-মানসকে পবিত্র করার জন্য এই ধরনের ওয়াজ মাহফিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মাদ্রাসা যেন তাদের মানসম্মত শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করতে পারে—এ জন্য যতটুকু সম্ভব আমি পাশে থাকব।”
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম–খতীব, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও কমিটির সদস্যরা। ওয়াজ পরিচালনা করেন দেশের খ্যাতনামা আলেম ও বক্তারা, যারা ইসলামি শিক্ষা, নৈতিকতা, সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মাহফিলে দোয়া-মোনাজাতের মাধ্যমে সমগ্র দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও মাহফিল অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে
মাহফিল শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।



















