
মোঃ আতিকুর রহমান:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নং চানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সেন্টার স কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব নাসিরুদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপিরসাবেক সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন গোলদার। সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আবুল কাশেম বিশ্বাস, যুগ্ম আহবায়ক জনাব জসিমউদ্দীন ভলু আকন, জনাব হারুন বিশ্বাস, জনাব আমির হোসেন দেওয়ান, চাঁনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হানীফ ঢালী। চাঁনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবুজ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব ঢালী, যুবদল নেতা মাসুদ ঢালী, যুবনেতা রাব্বি হাওলাদার,৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর ঢালী, সাধারণ সম্পাদক ছাদেক ডাক্তার। এছাড়াও মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা বরিশাল-০৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব রাজীব আহসানের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।













