
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া মডেল প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোস্তফা কামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলাবান ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের আলাদাভাবে সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠান শেষে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।













