
‘‘জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের মালিকানা ফিরে পেতে চায়–নিপুণ রায় চৌধুরী
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। কোটি কোটি মানুষ তার আগমনের অপেক্ষায় আছে।’’
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের জিনজিরা বাজার ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, ‘‘জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের মালিকানা ফিরে পেতে চায়। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।’’
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি শাহ নেওয়াজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন আলী, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।
মোঃ আসিফ চৌধুরী
২২:০৮:২৫