মোঃ আতিকুর রহমান
ঢাকা প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গঠিত হয়েছে একটি মানবিক ও আদর্শিক সংগঠন—“অন্তরে মম শহীদ জিয়া”। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এই সংগঠনটি দেশের নানা প্রান্তে মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পেয়েছে। রাজনীতির বাইরে থেকেও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছেন এই সংগঠন।
মানবিক কল্যাণের লক্ষ্যে (অন্তরে মম শহীদ জিয়া) এই স্বেচ্ছাসেবী জনকল্যাণ মুখী ও আর্তমানবতার সেবায়, সৌদি আরব প্রবাসী এস এম বিল্লাল হোসেন ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন এই সংগঠন।
সাম্প্রতিক সময়ে দুবাই প্রবাসী মোসাম্মৎ জেসমিন বেগম এর পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই মানবিক সংগঠন (অন্তরে মম শহীদ জিয়া)। জীবিকার তাগিদে দুই সন্তানের জননী পাড়ি জমান দূর প্রবাস সংযুক্ত আরব আমিরাতে। চেষ্টা করেও বৈধ কাগজপত্র করতে না পারা জেসমিন বেগম হঠাৎ অসুস্থ হয়ে ৩১ জুন ২০২৫সেখানেই মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তিনি ১ ছেলে হৃদয় হাসান ও ১ মেয়ে শ্রাবন্তি আক্তার কে রেখে যান।
জেসমিন বেগমের বৈধ কাগজপত্র না থাকার কারনে যখন তার পরিবার লাশ আনতে ব্যর্থ হন ঠিক তখনই অন্তরে মম শহীদ জিয়া সংগঠন নিজেদের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে লাশ বাংলাদেশ ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করেন।অদ্য জুলাই ৯ রোজ বুধবার বাদ আসর লাশ দাফন করা হয়।
এ সময়( অন্তরে মম শহীদ জিয়া) সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন,
হাজী মোহাম্মদ আকতার হোসেন সদস্য আহ্বায়ক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সজল আহমেদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
মোহাম্মদ লোকমান হোসেন কোতোয়ালি থানা বিএনপি নেতা।
কাইয়ুম ব্যাপারী সহ সভাপতি ৪৪ নং ওয়ার্ড বিএনপি সূত্রাপুর থানা।
রিতম মাহমুদ জয় সাবেক সদস্য ঢাকা জেলা যুবদল।
রাসেল ফিটার ৩৭ নং ওয়ার্ড যুবদল নেতা কোতোয়ালি থানা।
মোহাম্মদ আসিফ চৌধুরী শিক্ষা বিষয়ক সম্পাদক কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপি।
শহীদ জিয়ার আদর্শেই পথচলা:
সংগঠনটির মূল উদ্দেশ্য হলো শহীদ জিয়ার দেশপ্রেম, আত্মত্যাগ ও জাতীয়তাবাদী দর্শনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি, সমাজে অসহায়, নিপীড়িত ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় কাজ করে যাওয়া। সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের বস্তি এলাকাতেও ছুটে যাচ্ছেন বিপদে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
মানবিক সহায়তায় সর্বদা সক্রিয়:
‘অন্তরে মম শহীদ জিয়া’ বিভিন্ন সময় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। কার্যক্রমগুলো পরিচালনার সময় সংগঠনের সদস্যরা নিজেদের অর্থ, শ্রম ও সময় উৎসর্গ করেছেন নিঃস্বার্থভাবে।
‘অন্তরে মম শহীদ জিয়া’ সংগঠনটি তরুণদের জন্য একটি আদর্শিক ও মানবিক প্ল্যাটফর্ম। এখানকার সদস্যরা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের সাথে পরিচিত হচ্ছে এবং একই সঙ্গে সমাজ পরিবর্তনের কাজে নিজেদের নিয়োজিত করছে।
সংগঠনটি রাজনীতির বাইরেও সচেতন নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।
শহীদ জিয়ার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ
সংগঠনটির নামেই রয়েছে এক গভীর আবেগ—“অন্তরে মম শহীদ জিয়া”। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এই নামকরণ। সংগঠনের সদস্যদের বিশ্বাস, শহীদ জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী ও দূরদর্শী নেতা, যার চেতনা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে।
পরিশেষে:
‘অন্তরে মম শহীদ জিয়া’ আজ শুধুই একটি সংগঠন নয়, এটি এক আদর্শিক আন্দোলনের নাম। শহীদ জিয়ার চেতনায় অনুপ্রাণিত হয়ে তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবতার বার্তা পৌঁছে দিচ্ছে। দান, সহানুভূতি ও দেশপ্রেমের মিলনমঞ্চ হিসেবে এই সংগঠন আজ অনেকের হৃদয়ের সংগঠন হয়ে উঠেছে।