
ঢাকা প্রতিনিধি
কবির দেওয়ান:
জাতীয়বাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা, মহানগর ও থানা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত থেকে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএস রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আলম মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক হামিদুল, প্রচার সম্পাদক এ কে আজাদ, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন ও জামাল উদ্দিন হাওলাদার, সহ-সংগঠনিক সম্পাদক এস এম আসাদ ও এডভোকেট ফারহান, সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম খান, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক ইফতি আহমেদ শাহীন, সদস্য সচিব আনোয়ার হোসেন, ঢাকা উত্তর মহানগর আহবায়ক মুস্তাক আহমেদ মানিক, সদস্য সচিব মোঃ মহাসিন, ঢাকা মহানগর ও জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাদিম মোল্লাসহ বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়বাদী জিয়া সৈনিক দল দেশ ও দলের স্বার্থে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, দেশের এই কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে শহীদ জিয়ার আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে আরও গতিশীল করা যায়।
দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা জাতীয়তাবাদী চেতনায় নবউদ্যমে সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















