আতিকুর রহমান:-
এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে জিনজিরা ইউনিয়ন পরিষদের আশেপাশে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
গতকাল ১৩ অক্টোবর এ কার্যক্রমের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রিনাত ফৌজিয়া। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও সমাজসেবা অফিসার জনাব শিবলীউজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা জনাব আবদুল গনি, এবং গ্রাম আদালতের চেয়ারম্যান জনাব রায়হান।
উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো নিজ নিজ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করা। প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।”
ফগার মেশিনের ধোঁয়ায় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানসমূহে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর মৌসুমে নিয়মিতভাবে এই মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়।