
নিউজ ডেস্ক:-
লক্ষ্মীপুরের শান্ত জনপদকে কাঁপিয়ে দিয়েছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, জনাব সফিক আরমান–এর চাচাকে তাঁর নিজ দোকানে সন্ত্রাসী ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাটি ঘটার পরপরই এলাকায় হতচকিত পরিবেশ তৈরি হয়, শোক নেমে আসে পরিবারসহ পরিচিত মহলে।
নিহতের পরিবার, এলাকাবাসী এবং জিয়া সাইবার ফোর্স–জেডসিএফ এর নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন—
“এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনি ইউসুফকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।”
সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি:
এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা,খুনি ইউসুফকে অবিলম্বে গ্রেফতার করে ন্যায়বিচারের মুখোমুখি করা,এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
এলাকাবাসীর ভাষ্যমতে, দুষ্কৃতিকারী ইউসুফ দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। অথচ আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানোয় জনগণের মাঝে ক্ষোভ আরও তীব্র হয়েছে।
জেডসিএফ মহাসচিব সফিক আরমান ও তাঁর পরিবার এ ঘটনার সঠিক বিচার চান, যাতে একটি নিরীহ প্রাণের এই মর্মান্তিক মৃত্যু অপমৃত্যুতে পরিণত না হয়।
সাধারণ মানুষের প্রশ্ন—
“একজন নিরপরাধ মানুষ ঘরে–বাইরে কোথায় নিরাপদ?”জনগণ আশা করছে—
প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং খুনি ইউসুফকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।














