বরিশাল প্রতিনিধি:
দেশপ্রেমিক প্রযুক্তিনির্ভর জাতীয়তাবাদী তরুণদের সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর বানারীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জিয়া সাইবার ফোর্স জেডসিএফ বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ ওয়াসিম মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন :-
সিনিয়র যুগ্ম আহ্বায়ক-মেহেদি হাসান মিদুল-বানারিপাড়া পৌরসভা,যুগ্ন আহবায়ক-কাওসার বালী-সৈয়দকাঠি,যুগ্ন আহবায়ক--তানবীর আহমেদ-বানারিপাড়া সদর,যুগ্ন আহবায়ক- মোঃ রাজু আহমেদ-চাখার,যুগ্ন আহবায়ক- মেহেদী হাসান অভি-চাখার,যুগ্ন আহবায়ক-উজ্জ্বল তালুকদার -সলিয়াবাকপুর,যুগ্ন আহবায়ক - মোঃ রবিউল ইসলাম - সৈয়দকাঠি,সদস্য-ইসরাফিল মৃধা -চাখার,সদস্য- শামীম হোসেন- সলিয়াবাকপুর।
উপজেলার তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপনা জাগাতে এবং সাইবার জগতে দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি তথ্যপ্রযুক্তিনির্ভর সংগঠন হিসেবে মাঠ পর্যায়ে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।