
আসিফ চৌধুরী : বিশেষ সংবাদদাতা ঢাকা :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,“ধর্ম বিক্রি করে রাজনীতি করা ঠিক নয়। ধর্ম হলো মানুষের আত্মিক বিশ্বাস ও নৈতিকতার শিক্ষা, একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অপরাধ বলে মন্তব্য করেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশের মানুষ এখন সচেতন, তারা এখন এসব ধোঁকায় আর সহজে পড়বে না।
আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের নাজিরপুর মাঠে জুলাই শহীদদের স্মরণে ঢাকা জেলা কৃষকদলের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রথম অতিথি বক্তব্য এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, যারা স্বাধীনতায় সরাসরি বিরোধিতা করেছে, তাদের ক্ষমা করা হলেও তার অপরাধ এখনও ভুলে যাওয়া হয়নি। ’৭১ সালে যেই কাজটা বাকি ছিল সেটি যদি এখন শুরু করে তবে পরিণতি ভালো হবে না। “জুলাই শহিদদের আত্মত্যাগ ও তাদের আকাঙ্খা বাস্তবায়নে জুলাই বিপ্লবকে বুকে ধারণ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে তাদের ভোট দেয়, সম্মান দেব । স্বাধীনতাযুদ্ধে আপনারা যে অপরাধ ও ভূল করেছেন, তা এখনো স্বীকার যাননি। কিন্তু আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।’
ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জদ্দেদ আলী বাবুর।অনুষ্ঠানে ঢাকা জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের সঞ্চালন আরও উপস্থিত ছিলেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন বিএনপির সদস্য ইসমাইল মোল্লা, ছাত্রদল নেতা খলিল মিয়া, সেচ্ছাসেবক দলনেতা রানা আহম্মেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।