হিজলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে হিজলা উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল চারটায় উপজেলার শহীদ বাকীউল্লাহ পাঠাগার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পি আর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাড জহির উদ্দিন ইয়ামিন, সভাপতিত্ব করেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন,
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হারুন অর রশিদ, প্রতিবাদ সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম সহ উপজেলা উপজেলা জামায়াতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন “পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা এবারের নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেব না। এজন্য নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে"