, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও আহলে বাইত এর স্বরণে পুরান ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  কেরানীগঞ্জে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেফতার : বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহ্বায়ক নলী মোঃ জামাল হোসেন : পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা  কেরানীগঞ্জে ফোম কারখানায় আগুন ঢাকায় ইন্টারন্যাশনাল তুগুজকুমালাক ডে উদযাপন: গোসাইরহাটে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন: ভিপি-জিএস-এজিএস তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্যানেলের জয় সুদূর প্রবাসে থেকেও বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন জিয়া সাইবার ফোর্স জেডসিএফ নেতা রবিউল খন্দকার আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে–আলহাজ্ব আমান উল্লাহ আমান  জিয়া সাইবার ফোর্স জেডসিএফ-এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

  • প্রকাশের সময় : ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

 

গতকাল ২১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.২৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল *ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেক্রজবাগ এলাকা* হতে *ডাকাতির প্রাক্কালে ০১ জন ভুয়া র‌্যাব* গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম *মোঃ রিপন সরদার (২৯),* পিতা- মোঃ আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকালে আসামীর নিকট হতে কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি হাতকড়ার চাবি উদ্ধার করে।

 

 

প্রকাশ থাকে যে, *গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন সরদার (২৯) র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট ও হাতকড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা ব্যবহারের মাধ্যমে নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)’দ্বয়সহ অজ্ঞাতনামা আসামীদের সহিত নিজেকে র‌্যাবের পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা ডাকাতি করার প্রাক্কালে স্থানীয় জনগণের সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।* তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ ০৩ টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে।

 

 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

জনপ্রিয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও আহলে বাইত এর স্বরণে পুরান ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

প্রকাশের সময় : ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

 

গতকাল ২১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.২৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল *ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেক্রজবাগ এলাকা* হতে *ডাকাতির প্রাক্কালে ০১ জন ভুয়া র‌্যাব* গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম *মোঃ রিপন সরদার (২৯),* পিতা- মোঃ আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকালে আসামীর নিকট হতে কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি হাতকড়ার চাবি উদ্ধার করে।

 

 

প্রকাশ থাকে যে, *গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন সরদার (২৯) র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট ও হাতকড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা ব্যবহারের মাধ্যমে নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)’দ্বয়সহ অজ্ঞাতনামা আসামীদের সহিত নিজেকে র‌্যাবের পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা ডাকাতি করার প্রাক্কালে স্থানীয় জনগণের সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।* তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ ০৩ টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে।

 

 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।