, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার: ৩ জন ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার। কেরানীগঞ্জে বিএনপি নেতা মহিউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল.. বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল শোকবার্তা:- মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কেরানীগঞ্জে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দিয়েছে: দুর্বৃত্তরা  জুলাই শহিদদের আত্মত্যাগ ও তাদের আকাঙ্খা বাস্তবায়নে জুলাই বিপ্লবকে বুকে ধারণ করতে হবে: বাবু গয়েশ্বর চন্দ্র রায়  জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে মেহেন্দিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মানবিকতার ছায়াতলে নদীভাঙনপ্রবণ চরাঞ্চল: মেহেন্দিগঞ্জে প্রকল্প উদ্বোধন ও জনগণের পাশে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজ বিরোধী অভিযানে গ্রেফতার ৩

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ৭ পড়া হয়েছে

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

 

গতকাল ২১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.২৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল *ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেক্রজবাগ এলাকা* হতে *ডাকাতির প্রাক্কালে ০১ জন ভুয়া র‌্যাব* গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম *মোঃ রিপন সরদার (২৯),* পিতা- মোঃ আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকালে আসামীর নিকট হতে কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি হাতকড়ার চাবি উদ্ধার করে।

 

 

প্রকাশ থাকে যে, *গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন সরদার (২৯) র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট ও হাতকড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা ব্যবহারের মাধ্যমে নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)’দ্বয়সহ অজ্ঞাতনামা আসামীদের সহিত নিজেকে র‌্যাবের পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা ডাকাতি করার প্রাক্কালে স্থানীয় জনগণের সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।* তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ ০৩ টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে।

 

 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

জনপ্রিয়

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার: ৩ জন

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার।

 

গতকাল ২১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.২৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল *ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেক্রজবাগ এলাকা* হতে *ডাকাতির প্রাক্কালে ০১ জন ভুয়া র‌্যাব* গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম *মোঃ রিপন সরদার (২৯),* পিতা- মোঃ আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকালে আসামীর নিকট হতে কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি হাতকড়ার চাবি উদ্ধার করে।

 

 

প্রকাশ থাকে যে, *গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন সরদার (২৯) র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট ও হাতকড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা ব্যবহারের মাধ্যমে নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)’দ্বয়সহ অজ্ঞাতনামা আসামীদের সহিত নিজেকে র‌্যাবের পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা ডাকাতি করার প্রাক্কালে স্থানীয় জনগণের সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।* তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ ০৩ টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে।

 

 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।