
ঢাকা প্রতিনিধি:-
ঢাকায় অবস্থানরত কাজিরহাট–হিজলা–মেহেন্দিগঞ্জবাসী এবং ঢাকা কাফরুল ও ক্যান্টনমেন্ট এলাকায় কর্মরত বিভিন্ন পেশাজীবী মানুষের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ নভেম্বর রোজ রবিবার ঢাকার একটি মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী, জননেতা জনাব রাজিব আহসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা রাজিব আহসান বলেন,
“মানুষের আস্থা, ভালোবাসা ও অধিকার ফিরিয়ে আনতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। এলাকার উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের আন্দোলনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—
জহির উদ্দীন তুহিন, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল,শহিদুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,মিজানুর রহমান সুমন, সদ্য সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,
জহিরুল ইসলাম মকিম, সহ সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ,রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, ছাত্রদল,কাওসার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা,পি কে মেহেদী হাসান, সহ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সৈয়দ ওমর, সাবেক ছাত্রনেতা,
আমিনুল ইসলামসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঢাকায় কর্মরত হিজলা–মেহেন্দিগঞ্জের মানুষ সবসময় এলাকায় রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে প্রধান অতিথি রাজিব আহসান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী নির্বাচনে দলকে শক্তিশালীকরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।



















