, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধে মানবিক নেতা এডভোকেট এম. হেলাল উদ্দিনের উদ্যোগ, একনেকে অনুমোদনের অপেক্ষায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাস্তুহারা দলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হিজলায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত  মেহেন্দিগঞ্জে খালেদা জিয়ার শোক সভায় রাজিব আহসান নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব আনন্দঘন পিকনিকে মুখর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নিপুন রায় চৌধুরী গ্যাসের দামে কারসাজি সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে মোবাইল কোর্ট, জরিমানা ৩২ হাজার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির সৌজন্য সাক্ষাৎ চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৩০১ পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :

 

সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, এলইডি টিভি ও নগদ টাকা।

 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

এর আগে, গত ২০ জুলাই গভীর রাতে দড়িগাঁও বটতলী বাজারে অবস্থিত একটি মুদি পণ্যের পাইকারি দোকানে ডাকাতি সংঘটিত হয়। পুলিশ জানায়, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙে অফিসে ঢুকে মালামাল ও নগদ অর্থ লুট করে।

 

ডাকাতির ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন—নাসির উদ্দিন, মোতালেব, শাহ আলম হোসেন, রমজান আলী, হাবিবসহ আরও একজন। পুলিশ জানিয়েছে, এদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতের মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

জনপ্রিয়

মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধে মানবিক নেতা এডভোকেট এম. হেলাল উদ্দিনের উদ্যোগ, একনেকে অনুমোদনের অপেক্ষায়

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশের সময় : ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :

 

সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, এলইডি টিভি ও নগদ টাকা।

 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

এর আগে, গত ২০ জুলাই গভীর রাতে দড়িগাঁও বটতলী বাজারে অবস্থিত একটি মুদি পণ্যের পাইকারি দোকানে ডাকাতি সংঘটিত হয়। পুলিশ জানায়, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙে অফিসে ঢুকে মালামাল ও নগদ অর্থ লুট করে।

 

ডাকাতির ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন—নাসির উদ্দিন, মোতালেব, শাহ আলম হোসেন, রমজান আলী, হাবিবসহ আরও একজন। পুলিশ জানিয়েছে, এদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতের মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।