
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
ডিবি সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে দুটি চৌকস দল অভিযানে অংশ নেয়।
গত ৮ ডিসেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইউসুফ আলীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটায়।
পরে ৯ ডিসেম্বর রাত পৌনে একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রসুলপুর বাজার এলাকায় আরেকটি অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় জহুরা বেগম (৪৭) ও বাবুল (৩৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে জহুরা বেগমের কাছ থেকে ৫০ পিস এবং বাবুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।













