
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা জেলার কেরানীগঞ্জে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে মোট ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ডিবির ওসি (দক্ষিণ) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে গত ৩০ নভেম্বর রাত ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬০ পিস ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন (২৮) এবং ৫০ পিস ইয়াবাসহ মো. ওসমান গনী (২৯) গ্রেপ্তার হন।
পরদিন ১ ডিসেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার পলাশপুর এলাকায় আরেকটি অভিযান চালায় ডিবির একই টিম। এ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. সাইদুল (৪২) এবং ১০০ পিস ইয়াবাসহ মো. আলামিন (৩২)–কে গ্রেপ্তার করা হয়।
সিডিএমএস তথ্য পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওসমান গণীর বিরুদ্ধেও নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলমান মামলা পাওয়া গেছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।













