ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ০২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫,০০০/- টাকাসহ ০১ জন আসামী গ্রেফতার।
ডিবি (দক্ষিন) এর একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৩/০৮/২০২৫ খ্রিষ্টাব্দ ১৭.১০ হতে ১৭.৩০ ঘাটকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আড়াকুল এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রাব্বি (২০), পিতা-হেলাল, সাং-পশ্চিম দোলেশ্বর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০২ কেজি গাঁজা ও ৫,০০০/- টাকাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৬৩, তারিখ-২৪/০৮/২০২৫ খ্রিষ্টাব্দ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।