ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে ১৯ টি মামলার আসামীকে ৫০ গ্রাম হেরোইনসহ এবং ১০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার:
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে ১৯ টি মামলার আসামীকে ৫০ গ্রাম হেরোইনসহ এবং ১০ বোতল ফেনসিডিলসহ ০২ জন, সর্বমোট ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদশক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন) , ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-০১/০৯/২০২৫ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ১। মোঃ সাব্বির ওরফে নাদিম ওরফে বেজী নাদিম (৩৮), পিতা-মৃত ছগির, সাং-মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, থানা-মোহাম্মদপুর, ঢাকা মহানগর, ঢাকাকে ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ০০.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ০১। আব্দুল কুদ্দুস (৪৫), পিতা-মৃত দুলাল মিয়া, সাং-নামাশ্যামপুর, থানা-কদমতলী, ঢাকা মহানগর, ঢাকা, বর্তমান সাং-দোলেশ্বর পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ০৫ বোতল ফেনসিডিল এবং ০২। মোঃ শেখ ফরিদ (৪৪), পিতা-মৃত আবু তাহের, সাং-চর জানাজা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, বর্তমান সাং-দোলেশ্বর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ০৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী ১। মোঃ সাব্বির ওরফে নাদিম ওরফে বেজী নাদিম (৩৮), বিরুদ্ধে ডিএমপি, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর, পল্টন ও গেন্ডারিয়া থানায় অস্ত্র আইন, বিস্ফোরক আইন , সন্ত্রাসবিরোধী আইন, পুলিশ অ্যাসল্ট ও মাদকদ্রব্য আইনের মামলা সহ মোট ১৯টি মামলা রয়েছে, আসামী ২। আব্দুল কুদ্দুস (৪৫) এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা এবং আসামী ৩। মোঃ শেখ ফরিদ (৪৪) এর বিরুদ্ধে ১টি দ্রুত বিচার আইনের মামলা ও মাদক মামলা সহ মোট ০৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ সাব্বির ওরফে নাদিম ওরফে বেজী নাদিম (৩৮) এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ৮(গ) এবং আসামী আব্দুল কুদ্দুস (৪৫) ও মোঃ শেখ ফরিদ (৪৪) দ্বয়ের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৪ (খ) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।