নিউজ ডেস্ক:-
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে এনআরবি ব্যাংক পিএলসি মধুবাগ ক্রিকেট ডেভেলপমেন্ট একাডেমির তরুণ ক্রিকেটারদের বিকাশ ও দক্ষতা উন্নয়নে স্পন্সরশিপ প্রদান করেছে।
এই উদ্যোগের মাধ্যমে একাডেমির উদীয়মান ক্রিকেটাররা পাবে প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং নিজেদেরকে আরও পরিপক্বভাবে গড়ে তোলার সুযোগ। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদেরকে সঠিকভাবে এগিয়ে নিতে এনআরবি ব্যাংকের এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মধুবাগ ক্রিকেট ডেভেলপমেন্ট একাডেমির পক্ষ থেকে এনআরবি ব্যাংক পিএলসি-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা জানান, এ সহযোগিতা একাডেমির তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভা বিকাশে সহায়ক হবে।
এনআরবি ব্যাংক পিএলসি-র এ ধরনের সামাজিক উদ্যোগ যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এবং সমাজ উন্নয়নে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।