দক্ষিণ কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
দক্ষিণ কেরানীগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জবরদখলের অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মোঃ নবী হোসেন ওরফে নবী (৩৫), পিতা-মৃত আবু সিদ্দিক ওরফে মিয়া মিষ্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি কদমতলী ডিবি অফিসের পরে মেরি স্টপ হাসপাতালে রাস্তার মুখে এলাকায় অবস্থিত ১৫ শতাংশ জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। একই খতিয়ান ও দাগের পশ্চিম পাশে ৬১ শতাংশ জমি ঢাকা-মাওয়া হাইওয়ে প্রকল্পের জন্য সরকার অধিগ্রহণ করে নেয়।
অভিযোগে বলা হয়, স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু মোসাঃ তামান্না আক্তার (৩০) ও মোঃ বাদল মিয়া (৪৮) তাদের সহযোগী ৮/৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে উক্ত এলাকায় প্রায়ই মহড়া দিতেন এবং সরকার অধিগৃহীত জমি জবরদখলের চেষ্টা করছিলেন।
গত ৭ নভেম্বর ২০২৫ সকাল ৮টার দিকে তারা দলবল নিয়ে ওই পরিত্যক্ত জমিতে এসে অবৈধভাবে মাটি কেটে ইটের দেয়াল নির্মাণ শুরু করে। জমির মালিক নবী হোসেন প্রতিবাদ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমনকি, তাকে একা পেলে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জমির মালিক নবী হোসেন বলেন,
“আমি বৈধভাবে পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ভোগদখল করছি। ভূমিদস্যুরা সরকার অধিগৃহীত জায়গা দখল করতে এসে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।”
অভিযোগের তফসিল অনুযায়ী, জমিটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা মৌজায় অবস্থিত, দাগ নং আরএস ৩৪৭২, ৩৪৭৩ ও ৪১৬৯ এর মোট ১৫ শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”