আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিম নাজিরপুর নোয়াদ্দা গ্রামে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় সমাজসেবক ও জামায়াত কর্মী মো. রাসেল (৪৫)। তিনি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ইউসুফ আলীর ছেলে।
গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজেন্দ্রপুর বাজার থেকে নামাজ পড়ে ফেরার পথে আকাশ মোল্লা ও সিয়াম মোল্লাসহ কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় রাসেলকে পায়ে ও উরুতে ছুরিকাঘাত করা হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার মিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরদিন ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সন্ত্রাসীরা হুমকি দেয়, মামলা করলে হত্যার শিকার হতে হবে বলে ভয় দেখায়।
এ ঘটনায় রাসেল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঢাকা-৩ আসনের জামায়াত প্রার্থী ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. হানিফ মিয়া বলেন, আকাশ মোল্লা ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের দৌরাত্ম্যে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন, সন্ত্রাসীদের ভয়ে নোয়াদ্দা গ্রামে সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারছে না। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারের করার আহবান জানান।