
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
কেরানীগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচনের কোনো বিকল্প নেই।
আজ বুধবার (২৬ নভেম্বর) কেরানীগঞ্জের আঁটি ভাঁওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান এসব কথা বলেন।
আমান বলেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র আসে না, আর নির্বাচন ছাড়া ভোটাধিকার প্রতিষ্ঠাও সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। জনগণের রায়েই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচনে নিজ আসন থেকে আবারও জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান—তাদের মা–বাবাকে ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করতে এবং সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান ব্যক্তি প্রশাসন কর্মকর্তা (বিএসইসি) নাদিম হোসেন ও কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান সুমন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল হক।
এ ছাড়া কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ দলীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।














