মামুন হোসেন
আশুলিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আজ ৩১ জুলাই ২০২৫ ইংরেজি, বুধবার ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রহিম মুন্সী।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
সাইফুল ইসলাম মুন্না মুন্সী, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব, আশুলিয়া থানা ছাত্রদল (বৈঠক উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন),
আবুল হোসেন, কৃষকদল আশুলিয়া থানা,
সোহাগ মন্ডল, যুবদল নেতা,
আব্দুল আলিম, যুবদল নেতা,
মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক, তাতীদল, ইয়ারপুর ইউনিয়ন।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে সচেতন করে সংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, এই কর্মসূচি বিএনপিকে তৃণমূলে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় জনগণ।