নিজস্ব প্রতিবেদক:
পবিত্র আশুরা উপলক্ষে বাদামতলীতে আয়োজন করা হয় দোয়া-মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের। এ মহতী আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন সৈয়দ মাহাবুবুর রহমান, কল্যান বিষয়ক সম্পাদক পুরান ঢাকা সাংবাদিক ফোরাম। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, যিনি বাদামতলী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল-এর সাধারণ সম্পাদক, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এবং হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্ট-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, “আশুরা শুধু শোকের নয়, এটি আত্মত্যাগ, শিক্ষা ও মানবতার অনন্য দৃষ্টান্ত। প্রতি বছরই আমরা এ আয়োজনে মিলিত হই, সমাজে শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করি।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মাহফিলকে আরও তাৎপর্যময় করে তোলেন। শেষে জাতির শান্তি, প্রগতির পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।